
১৯ মার্চ: দেশের বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার ফরিদপুর এলাকায় পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় দুটি ইটভাটাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা ভূমি কমিশনার আসিস কুমার বসু। এ সময় চুয়াডাঙ্গা জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশচন্দ্র বিশ্বাস এবং আলমডাঙ্গা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে RNB ইটভাটার মালিক চান্দালি মিয়াকে ৬০ হাজার টাকা এবং SNB ইটভাটার মালিক জাবর আলীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা ভূমি কমিশনার আসিস কুমার বসু বলেন, “পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” বাংলাদেশে বায়ুদূষণ রোধে হাইকোর্টের নির্দেশনায় অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চলছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১০০ দিনের কর্মসূচির আওতায় দেশব্যাপী এই কার্যক্রম পরিচালনা করছে।
চুয়াডাঙ্গা জেলায় ইতোমধ্যে একাধিক অবৈধ ইটভাটা চিহ্নিত করা হয়েছে এবং এসব ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। কঠোর অভিযানের ফলে পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের উন্নয়ন সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।










