মোঃ নুরুজ্জামান খোকন : পিরোজপুরের নাজিরপুরে অদ্য ১৯মার্চ মঙ্গলবার, সকাল ১১ ঘটিকার সময়, নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি বন্দর বাজার সংলগ্ন মিরাজুল ইসলাম (৩৫), পিতা- জয়নাল আবেদীন,সাং শ্রীরামকাঠি,নাজিরপুর, পিরোজপুর এর বাড়ীতে এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে এবং সক্রিয় অংশগ্রহণে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেজাল শিশুখাদ্য (জুস,সফট ড্রিঙ্কস,লিচি জুস, ড্রিংকো,দই, সহ ১২ ধরনের খাদ্য পণ্য)এবং বাজার থেকে কম দামে বেনামি বিভিন্ন পন্য ক্রয় করে নামিদামি কোম্পানি(বনফুল, প্রাণ,মধুমতি এবং কাশমিরি) মোড়কে প্যাকেজিং করার সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত চাল ২২বস্তা,ভাইটা ক্যারোডিন, পটাশিয়াম,পটাশিয়াম,মেটাফাইড,সোডিয়াম বেনজয়েট,সালফাইট মেটাফাইড সহ বিভিন্ন ক্যামিকেল,যন্ত্রপাতি সহ কারখানায় ব্যবহৃত বিভিন্ন মালামালসহ কারখানা সিলগালা করা হয়েছে অভিযানকালে কারখানার মালিক মিরাজুল ইসলাম এবং তার ভাই রাকিবুল ইসলাম কে ২(দুই) বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার করে নগদ ১লক্ষ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৩ ধারায় তাদের নামে মামলা রজু করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন-মোঃ ফজলে রাব্বি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাজিরপুর। মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, নাজিরপুর। কৌশিক আহমেদ, সহকারী কমিশনার(ভূমি) নাজিরপুর।দেবাশীষ রায়, সহকারী পরিচালক,ভোক্তা অধিকার,পিরোজপুর। জানা যায় অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন কোম্পানীর ডিলারশীপ নিয়ে ব্যবসার অন্তরালে নিজ বাড়ীতে ক্ষতিকর ফুডগ্রেড বিহীন ফুড কালার এবং বিভিন্ন ক্যামিক্যাল ব্যবহার করে শিশুদের খাদ্য উৎপাদন করে। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এছাড়াও বাজার থেকে কম দামে বেনামি বিভিন্ন পণ্য ও চাল ক্রয় করে লাইসেন্সবিহীন নামিদামি কোম্পানি(প্রাণ,বনফুল,মধুমতি এবং কাশমিরি)মোড়কে প্যাকেজিং করে অধিকদামে বিক্রির উদ্দেশ্যে বাজারজাত করে আসছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,ক্ষতিকারক কেমিক্যাল জব্দ করেছি যাহা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর,এ ধরনের অভিযান আমাদের চলমান থাকবে।