গৌরীপুরে জেলা যুবদল নেতা পাপ্পুর পক্ষ থেকে ফ্রিতে মাস ব্যাপী ইফতার বিতরণ
Spread the love

মোঃ মনিরুল ইসলাম খান : পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় বি এন পির কর্মসূচির অংশ হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে ময়মনসিংহের গৌরীপুরে নিম্নআয়ের মানুষ ও পথচারীদের মধ্যে নিজ অর্থায়নে রমজান মাসব্যাপী উন্মুক্ত ইফতারের আয়োজন করেছে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক গৌরীপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন পাপ্পু। প্রতিদিন ইফতারের সময় ঘনিয়েএলেই পৌর শহরের উত্তর বাজারএলাকায় মডেল মসজিদের বিপরীত সড়কের পাশে দাঁড়িয়ে ইফতারে অংশ গ্রহণের আমন্ত্রণ জানান পাপ্পুর নেতৃত্বে থাকা যুবদলের নেতা-কর্মীরা। এলাকার লোকদের সাথে কথা বলে জানা যায় ইফতারে খাওয়ানো হয় তাদের রান্না করা খিচুরি,খেজুর শসা,গাজর। প্রতিদিন আছরের নামাজ আদায়ের পর পর উত্তর বাজার নতুন নির্মাণাধীন মডেল মসজিদের বিপরীত পাশে সড়কেরপাশে রাখা টেবিলের ওপর সাজিয়ে রাখা হয় সারি সারি ইফতারের শত শত প্যাকেট। ইফতারের সময় আসলেই এখানেই ইফতারের প্যাকেট নিতে ভিড় করেন নিম্ন আয়ের শত শত নারী, পুরুষ ওপথচারীরা। যে যার মতোই ইফতারের প্যাকেট নিয়ে যায় ফ্রিতে।জানা গেছে, ইফতার আয়োজন করতে প্রতিদিন দুপুরের পর থেকেই ব্যস্ত হয়েপড়েন যুবদলের নেতা-কর্মীরা।নিজেরাই খাবার রান্না করারপাশাপাশি খাবার প্যাকেটজাত করেন। এরপর সড়কের পাশে দাঁড়িয়ে রোযাদারদের জন্য ইফতার নিয়ে অপেক্ষ করতেন থাকেন। ইফতারের সময় ঘনিয়েএলেই রিকশাচালক,ভ্যান চালক,অটোচালক,সিএনজি চালক সহ অসহায়, দুস্থও পথচারীরা এখান থেকে এসে ফ্রিতে প্যাকেট নিয়ে যায়। ময়মনসিংহ উত্তর জেলা যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন,মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,শুধু রাজনীতিবিদ হিসাবে না একজন মানুষ হিসাবেও মানুষের পাশে থাকা দরকার। যখন তথন বুঝি তখন থেকেই নিজের সামর্থ অনু্যায়ী জাতী,ধর্ম,বর্ণ,দল,বল নির্বিশেষে হত দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার চেষ্ঠা করি। তিনি আরও বলেন,সমাজে যারা প্রতিষ্ঠিত সকলের উচিত অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করা।
জেলা যুবদল নেতা পাপ্পু বলেন,১৭ রমজান পর্যন্ত ফ্রিতে ইফতার বিতরণ করেছি,রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত ইফতার বিতরণ করে যাব।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31