
এইচ. এম. হাকিম : ড্যাপ ২০২২-২০৩৫ নীতিমালা বাস্তবায়নের ফলে ডেভেলপার কোম্পানি ও ভূমি মালিকদের নানা ভোগান্তির অভিযোগ এনে সংশোধনের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এ দাবিতে মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সংগঠনটি। ড্যাপ নীতিমালার সংশোধন ও রিহ্যাব প্রস্তাবিত আবাসন খাতের বিধিমালা ২০২৫ অনুমোদনের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে রিহ্যাবের পরিচালকবৃন্দ, ভূমি মালিক, রিয়েল এস্টেট ব্যবসায়ীসহ প্রায় ২০০ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন রিহ্যাব প্রেসিডেন্ট অহেদুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট আব্দুল খালেক, পরিচালক লায়ন পিডিজি দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ, আইয়ুব আলী, ড. হারুন অর রশিদ, এ. এফ. ওবায়দুল্লাহ, সুরুজ সরদার, লাবিব বিল্লাহ, শেখ কামাল প্রমুখ। বক্তারা বলেন, পূর্ববর্তী সরকারের আমলে ভূমি মালিক ও ডেভেলপার কোম্পানিগুলোর পরামর্শ ছাড়াই ড্যাপ ২০২২-২০৩৫ বাস্তবায়ন করা হয়েছে, যা এক ধরনের জুলুম। তাই তারা অবিলম্বে আবাসন খাতের বিধিমালা ২০২৫ অনুমোদনের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, এই দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।










