
এমরান হোসেন সোহাগ : নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের বিএনপির নেতা শাহ আলম বাবলুর বিরুদ্ধে পিস্তল দেখিয়ে জিম্মি করে স্থানীয় পাশ্ববর্তী ইউপি সদস্য জাকির হোসেন (অলক পাটোয়ারী) এর নিকট ২লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এক লক্ষ টাকা আদায় এর অভিযোগ এসেছে। চাটখিল উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের ৭ নং খালিশপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন (অলক পাটোয়ারী) জানায় গত কিছুদিন আগে আমার নিজ বাড়ির হুমায়ূন এর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়, পরবর্তীতে আমাদের পাশ্ববর্তী ইউনিয়নের শাহাপুর বাজারে আমাকে শাহ্ আলম বাবলু বলেন রাত ৯টায় উনার সাথে দেখা করার জন্য,আমি রমজান মাসে রাতে বাজারে আসি না বলে চলে আসি, ২ দিন পর স্থানীয় বিএনপির নেতা মানিক আমাকে কল করে দেখা করার জন্য বলে, পরবর্তীতে আমার বাড়ির সামনে এসে দেখা করে জানায় শাহাপুর ইউনিয়নের বিএনপি নেতা শাহ্ আলম বাবলুর নিকট বশিকপুর এর কিছু লোক বলছে আমার ক্ষতি করবে, আমি যেনো এই বিষয়ে সমাধানের জন্য শাহ্ আলম বাবলুর সাথে দেখা করি। পরবর্তী দিন সকালে বিএনপি নেতা শাহ্ আলম বাবলু আমাকে কল করলে আমি তার বাসায় দেখা করার জন্য যাওয়ার পর শাহ্ আলম বাবলু আমাকে তার বাসার মধ্যে বসিয়ে সকল দরজা জানালা বন্ধ করে আমার সামনে দুটা পিস্তল রাখে এবং আমার হাত থেকে মোবাইল ফোন নিয়ে গিয়ে আমাকে বলে আমার নামে বিএনপির কেন্দ্রীয় ভাবে রাজনৈতিক মামলা দেওয়ার জন্য নির্দেশ এসেছে,এই মামলা এবং এখান থেকে জীবন নিয়ে বাঁচতে হলে উনাকে অর্থ দিতে হবে, পরবর্তীতে ৫লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অনেক জোরাজোরির পর ২লক্ষ টাকায় রাজি হয়, ১লক্ষ টাকা দিয়ে উনার বাসা থেকে যেতে হবে,বাকি ১লক্ষ টাকা আগামী মাসের ৩০ তারিখ দিতে হবে। প্রান ভয়ে আমি শাহ্ আলম বাবলু থেকে ফোন নিয়ে উনার কথামতো শাহাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম স্বপন কে কল করে আমি ১লক্ষ টাকা স্থানীয় ব্যাবসায়ী রতনের নিকট পাঠানোর কিছুক্ষন পর আমাদের বাড়ির হুমায়ূন কে উনার বাসায় এনে আমার আর হুমায়ুন এর কি নিয়ে সমস্যা হয়েছে জানতে চায় আমি বলার পর উনি একটি কাগজে আমার ঠিকানা নিয়ে প্রথম পক্ষ হুমায়ুন এবং দ্বিতীয় পক্ষ আমার সাক্ষর নিয়ে আমাকে ছেড়ে দেয় এবং বাকি টাকা না দিলে প্রাননাশের হুমকি দেয় । আমি ইউপি সদস্য এবং একজন সাধারণ নাগরিক হিসেবে এই নেক্কারজনক ঘটনার সাথে জড়িত শাহ আলম বাবলু সহ সকলের দ্রুত আইনী ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাশনের নিকট জোর দাবি জানাচ্ছি।










