
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুটি পৃথক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে। একটি ঘটনায় চুরি হওয়া গাছ উদ্ধার করা হয়েছে, আর অন্যটিতে ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।আলমডাঙ্গার জামজামি গ্রামের যমুনা মাঠসংলগ্ন জিকে সেচ খালের পাশে চুরি হওয়া গাছের ঘটনায় জড়িত মো. বিল্লাল হোসেন (৩২), পিতা- মৃত মুনসুর আলী বিশ্বাস, সাং- গোস্বামী দুর্গাপুর, থানা- ইবি, জেলা- কুষ্টিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) সঞ্জিত সাহা ও জামজামি পুলিশ ক্যাম্পের ফোর্স অভিযানে অংশ নেন। আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং-১০, তারিখ ১৮/০৩/২০২৫, ধারা ৩৭৯ পেনাল কোড অনুযায়ী মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপর এক অভিযানে আলমডাঙ্গা থানা পুলিশ ডাকাতি মামলার আসামি মো. বাপ্পি হোসেন (৩৮), পিতা- মো. বাবলু মিয়া, মাতা- সাবানা পারভীন, সাং- থানাপাড়া (হাইরোড থানার সামনে), থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেপ্তার করেছে।
ওসি মো. মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর আলী ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মামলা নং-২০, তারিখ ২৯/০১/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড অনুযায়ী মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি মো. মাসুদুর রহমান বলেন, “অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয়দের মতে, পুলিশের এই ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে।










