বাগেরহাটে বিএনপি নেতা এম এ সালামের ঈদ উপহার বিতরণ
Spread the love

তরিকুল মোল্লা : বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম এর পক্ষ থেকে সংসদীয় আসন বাগেরহাট ২ (বাগেরহাট সদর ও কচুয়া) এর সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। সোমবার (১৭ মার্চ) বেলায়েত হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাট সদর উপজেলার ডেমা, কাড়াপাড়া, ষাটগম্বুজ, খানপুর, রাখালগাছি ও ভট্রবলিয়াঘাটা বাসষ্টান্ড”সহ বেশ কয়েকটি ইউনিয়নের সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম। জানা গেছে, এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংসদীয় আসন বাগেরহাট ২ (বাগেরহাট সদর ও কচুয়া) এর সাধারণ জনগণের মাঝে প্রায় সাড়ে ছয় হাজার ঈদ উপহার বিতরণ করা হবে। ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, বাগেরহাট সদর থানা বিএনপির আবুল কালাম আজাদ বুলু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত প্রমুখ। ঈদ উপহার নিতে আসা নুরজাহান বেগম নামের এক নারী বলেন, এই ঈদ উপহার আমাদের ঈদের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। জব্বার হোসেন নামের এক বৃদ্ধ বলেন, ঈদের সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকে। এই উপহার পেয়ে আমাদের অনেক উপকার হলো। অন্তত ঈদের দিনটা একটু ভালোভাবে কাটাতে পারবো। বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমার ব্যক্তিগত তহবিল থেকে আপনাদের মাঝে ঈদ উপহার বিতরণ করছি। আপনারা জানেন গতবছর প্রশাসন এবং আওয়ামী লীগের লোকজন আমাকে ঈদ উপহার বিতরণ করতে দেয়নি। আজ সেই আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তিনি আরো বলেন, রমজান হলো আত্মশুদ্ধির মাস। এই মাসে বেশি বেশি নেক ইবাদত করবেন। আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31