মোঃ রনি রজব : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখার উদ্দ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার (১৭মার্চ)রহনপুর ইউসুফ আলী কলেজ ক্যাম্পাস মাঠে এ ইফতার মাহফিলে আয়োজন করা হয়। রহনপুর কলেজ সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাম হোসেন সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং ও ডেভোলপমেন্ট সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা সভাপতি সালাহউদ্দিন সোহাগ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সেক্রেটারি আব্দুল্লাহ,জেলা সেক্রেটারিয়েট নাইউব খান, আঃ রশিদ, সামিউল বাসির,রুহুল আমিন মুক্তকিন সহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।