তৌহিদ : মাগুরা পৌরসভার আওতাধীন নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসা বহুল আলোচিত ধর্ষণ ও পাশবিক নির্যাতনের ঘটনায় মৃত্যু হওয়া শিশু আছিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ মার্চ বিকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে শোকার্ত মাগুরাবাসীর ব্যানারে আয়োজিত এই দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন,আহসান হাবীব কিশোর ,এ্যাডঃ শাহেদ হাসান টগর, খান হাসান ইমাম সুজা, খান আমিনুর রহমান পিকুল, অ্যাডভোকেট রহমানুজ্জামান সহ আরো অনেকে। উল্লেখ্য মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে গত ৬ মার্চ ৮ বছরের শিশুটি ধর্ষনের শিকার হয়। ৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ১৩ই মার্চ দুপুরে মারা যায় শিশুটি।