
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলমডাঙ্গা উপজেলা শাখার সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ ২০২৫) বিকেল ৪টায় আলমডাঙ্গা লায়লা কনভেনশন হলে এ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীব। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী, আলমডাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি আমিনুল হক, সেক্রেটারি ডা. ওয়ালিদ হোসেন জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, উপদেষ্টা মুফতি সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আইন বিষয় সম্পাদক ও নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালাম,আলমডাঙ্গা উপজেলা আমীর শফিউল আলম বকুল, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা সভাপতি মনিরুজ্জামান, সদস্য মীর শফিকুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ব্যবসায়ীরা।
প্রধান অতিথি হাসানুজ্জামান সজীব বলেন, “বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও জনগণ এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো এখনও সাধারণ মানুষের জন্য নিশ্চয়তা হয়নি। দেশের শাসকগোষ্ঠী জনগণের কল্যাণের চেয়ে নিজেদের স্বার্থকেই বেশি গুরুত্ব দিয়েছে। রাষ্ট্র ক্ষমতায় বারবার একই দুর্নীতিবাজ গোষ্ঠীর পালাবদলে দেশের ভাগ্যের পরিবর্তন হয়নি। সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে। তাই সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

জেলা সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। দুর্নীতি, ভোট ডাকাতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা জরুরি।”
উপজেলা সেক্রেটারি ডা. ওয়ালিদ হোসেন জোয়ার্দার বলেন, “দেশের জনগণকে জাগ্রত করে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আন্দোলনের সঙ্গে একতাবদ্ধভাবে কাজ করতে হবে।” সম্মেলনের শেষ পর্বে ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মাওলানা আকরাম হোসাইন সাইরাফী, সহ-সভাপতি ডা. ওয়ালিদ হোসেন জোয়ার্দার, এবং সেক্রেটারি মো. আমিনুল হক।