
নোয়াখালী সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নে দোয়া মুনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। (১৫ মার্চ) শনিবার সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের (৮নং ওয়ার্ড) বারাহীপুর খলিফার হাট সূফী সাহিত্য পল্লী গন পাঠাগারে আল সূফী বার্তা সম্পাদক সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতীর সভাপতিত্বে ইফতার মাহফিলে মিলাদ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন দিল্লি নিজাম উদ্দিন আউলিয়ার মাজার থেকে আগত চিশতী মঞ্জিলের সাজ্জাদানশীন মুফতি মোর্শেদ আলম চিশতী। সমাজ সেবক মোঃ আলী আকবর এবং সামিউল ইসলাম আজিম চিশতীর তত্ত্বাবধানে ইফতার মাহফিলে অংশ নেন গুনিজন মোঃ ফারুল মাঝি, নাসিম মেম্বার, গিয়াস উদ্দিন মেম্বার, ফ্রান্স প্রবাসী মোঃ ফারুক হোসেন, যুবনেতা মোঃ নাজমুল হোসেন সোহেল, ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ শফিক, মোঃ সুমন, মোঃ শিপন, হাফেজ মোঃ নাজিম উদ্দিনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
ভিউ: ২২৯










