চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ ২০২৫) বিকেল ৫টায় ইউনিয়ন জামায়াতের আমির ফজলুল হকের সভাপতিত্বে স্থানীয় সহকারী সেক্রেটারি আশরাফুল আলম (আশা)-এর উঠান বৈঠকে এ আয়োজন সম্পন্ন হয়।মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম। তিনি বলেন, "দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য আদর্শবান, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা প্রয়োজন। একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমেই অপরাধ দমন সম্ভব। ইসলামী মূল্যবোধের চর্চার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, সহকারি সেক্রেটারি তরিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি শরিফুল ইসলাম, সহ-সেক্রেটারি মাওলানা নূর ইসলাম, এবং যুব ও আইটি সম্পাদক এনামুল হক। তারা ইসলামী জীবনবিধানের গুরুত্ব ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং মাহফিল শেষে সম্মিলিতভাবে ইফতার গ্রহণ করা হয়।