
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে বিশিষ্ট নাগরিকদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাজী মোড়ের লায়লা কনভেনশন হলে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয় এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বক্তারা রমজানের শিক্ষা ও সমাজের কল্যাণে এর গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা বলেন, রমজানের মূল শিক্ষা হলো সংযম ও মানবসেবা, যা সমাজ ও নাগরিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মণ্ডলির সদস্য ডা. মো. লিয়াকত আলী, বণিক সমিতির সাবেক সভাপতি মো. মকবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, মাওলানা মো. জুলফিকার রহমান, মুফতি সিরাজুল ইসলাম, শেখ শাফায়েতুল ইসলাম হিরোসহ সমাজের বিশিষ্টজনরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহিন শাহেদ। আরও উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি আল মামুন রেজা, ডা. আব্দুর রহমান, মুহাম্মদ আব্দুল হাই, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মনি, ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা আকরাম হোসেন সাইরাফি, মীর উজ্জ্বল, মীর আসাদুজ্জামান উজ্জ্বল, মো. আজিজুল হক সোমা, আনোয়ার হোসেন জালাল, মো. শহিদুল ইসলাম, মীর শফিকুল ইসলাম, মামুনুর রশীদ মণ্ডলসহ আরও অনেকে।
প্রধান অতিথি সাবেক এমপি মকবুল হোসেন বলেন, “সমাজের উন্নয়নে নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। রমজানের শিক্ষা আমাদের সংযম ও সহমর্মিতা শেখায়, যা সমাজ গঠনে অপরিহার্য।”
আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং নাগরিকদের সুখ-শান্তি নিশ্চিত করা। এই ধরনের আয়োজন আমাদের ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করবে।”
বিশিষ্ট চিকিৎসক ডা. মো. লিয়াকত আলী বলেন, “রমজানের মূল শিক্ষা হলো আত্মশুদ্ধি ও মানবসেবা। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”
অনুষ্ঠানে অতিথিরা সমাজের উন্নয়ন ও নাগরিক কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।










