চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নে অবস্থিত ডাউকি মাদারাসাতুস সালাম ও এতিমখানায় আনোয়ার হোসেন ও মনোয়ার হোসেন মনার মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ ২০২৫) মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আব্দুর রশিদ হামিদি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, দাতা সদস্য হাজি মো. জনাব আলী খা-এর কনিষ্ঠ পুত্র মো. তোফায়েল আহম্মেদ, মো. তৈয়ব আলী, বাদল রশিদ মুন্সি ও মো. আবু হাসান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। দোয়া শেষে এতিমখানার ছাত্র-ছাত্রীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু বলেন, "এমন মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমাদের সমাজে এতিম ও অসহায়দের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মরহুমার আত্মার শান্তি কামনা করছি।" দাতা সদস্য হাজি মো. জনাব আলী খা-এর কনিষ্ঠ পুত্র মো. তোফায়েল আহম্মেদ বলেন, "আমাদের মা ছিলেন অত্যন্ত দয়ালু ও মানবিক গুণসম্পন্ন একজন নারী। তার আত্মার মাগফিরাতের জন্য সবাই দোয়া করবেন, এটাই আমাদের চাওয়া।"
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের সহযোগিতা কামনা করেন।