নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ হলে সারাদেশে আম-চাল সরবরাহ বন্ধ করে হবে কঠোর আন্দোলন
Spread the love

মোঃ রমজান হোসেন : নওগাঁ জেলার সর্বস্তরের জনগণ ও নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ব্যানারে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থী, বিএনপি, জামায়াত, বাসদ, একুশে পরিষদ নওগাঁসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। নওগাঁ মেডিকেল কলেজ রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ইস্কেন্দার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক, নওগাঁ পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এসএম রায়হান আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন, ব্যবসায়ী প্রতিনিধি মনিরুল হক, শিক্ষার্থী হাসিবুল হাসান রাকিব ও নুসাইবা বিনতে হক প্রমুখ। বক্তারা বলেন, নওগাঁ মেডিকেল কলেজ কখনোই মানহীন হতে পারে না, বরং এর একাডেমিক ফলাফল অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় অনেক ভালো। ভবন না থাকাকে মানহীনতার কারণ হিসেবে দেখানো অযৌক্তিক। সরকারের উচিত কলেজটির মানোন্নয়ন করা, কিন্তু তা না করে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হঠকারী। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে চিকিৎসা খাতে বিশাল ঘাটতি তৈরি হবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সংকুচিত হয়ে পড়বে। নওগাঁ মেডিকেল কলেজ রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ইস্কেন্দার হোসেন বলেন, “নওগাঁ মেডিকেল কলেজের প্রতি ৪ জন শিক্ষার্থীর জন্য ১ জন করে শিক্ষক রয়েছেন, যা দেশের আর কোনো মেডিকেল কলেজে নেই। আমরা বরাবরই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে আসছি। ভালো ফলাফলের পরও এই মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত সরকারের হঠকারিতা। যদি এই কলেজ বন্ধ করা হয়, তাহলে নওগাঁ থেকে সারাদেশে চাল ও আম সরবরাহ বন্ধ রেখে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।” নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন জানান, সরকার মানোন্নয়নের প্রশ্নে নতুন ছয়টি মেডিকেল কলেজের বিষয়ে পুনর্বিবেচনা করছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31