
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ ২০২৫) পুটিমারি জামে মসজিদে বাদ আসর এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেহালা ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতি ফজলুল হক মধু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামী’র আমির শফিউল আলম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমির ও সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী মাস্টার, কুমারী ইউনিয়নের সাবেক আমির শফিউজ্জামান মিঠু। প্রধান অতিথি শফিউল আলম বকুল বলেন, “রমজান সংযম, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের মাস। এ মাসে আমাদের উচিত বেশি বেশি ইবাদত ও মানবসেবায় মনোযোগী হওয়া। সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা আমাদের কাজে লাগাতে হবে।” বিশেষ অতিথি ইউসুফ আলী মাস্টার বলেন, “বর্তমান সময়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সুমহান আদর্শ অনুসরণ করা জরুরি। সমাজের নৈতিক অবক্ষয় রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।” ছাত্রশিবিরের সাবেক সভাপতি শামসুল আরফিন রিপন বলেন, “যুবসমাজকে নৈতিক শিক্ষা ও ধর্মীয় আদর্শে গড়ে তুলতে আমাদের সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। তবেই আমরা একটি আদর্শ সমাজ গঠন করতে পারব।” এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়নের সাবেক আমির আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক, মজিবুল হক, ডা. তরিকুল ইসলাম, যুব সভাপতি তৌহিদুর রহমান ও শাহজালাল আলী। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুর রহমান। অনুষ্ঠানে ইসলামের শিক্ষা ও সামাজিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বক্তারা বক্তব্য প্রদান করেন এবং ইফতার শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।










