চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নে ১৪ই মার্চ, শুক্রবার বাদ আসর, কালিদাসপুর পুরাতন জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিদাসপুর শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আলমডাঙ্গা পৌর শাখার নায়েবে আমির মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন শাখার আমির আসাদুল হক। সভার শুরুতে কালিদাসপুর ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোঃ বেলাল হোসেন তার উদ্বোধনী বক্তব্য রাখেন।
সভাটি সঞ্চালনা করেন ১ নম্বর ইউনিট সভাপতি হারুন অর রশিদ। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, "রোজার মধ্য দিয়ে আমরা যে তাকওয়া অর্জন করছি, তা যেন আমাদের বাস্তব জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারি।"
অনুষ্ঠানটি সকল অতিথি ও স্থানীয়দের অংশগ্রহণে সাফল্যমণ্ডিত হয় এবং ইফতারের মাধ্যমে উপস্থিত সবাই একত্রে ভোজে অংশ নেন।