আবুল কালাম আজাদ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের 'ক' সার্কেলের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবিরের নেতৃত্বে একটি রেইডিং দল শুক্রবার ১৪ মার্চ ২৫ সকালে গৌরীপুর থানার শিবপুর গ্রামে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের কইটাপুরী ব্রীজের কাছে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে একটি নম্বরবিহীন অটোবাইক সিগন্যাল দিয়ে থামানো হয়। অটোবাইকের পিছনের সিটে বসা একমাত্র যাত্রী, মোছাঃ জেসমিন (৪০), যিনি মাদক পরিবহনের সঙ্গে যুক্ত ছিলেন, তার কাছে একটি সবুজ রঙের ট্রাভেল ব্যাগ ছিল। ব্যাগটি তল্লাশি করে খাকি স্কচটেপে মোড়ানো ৪টি পলিথিনে ৮ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মোছাঃ জেসমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার মেরাসানী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং ময়মনসিংহে গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। এ ঘটনায় গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ২,৪০,০০০ টাকা। প্রাথমিক ভাবে আসামীকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নিচ্ছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। সার্কেল পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির জানান. এ অভিযানে মাদক বিরোধী আইন প্রয়োগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দৃঢ় পদক্ষেপের ফলে একটি বড় মাদক চক্রের একটি অংশ ধরা পড়েছে, যা মাদক পাচার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর মনোভাব এবং অভিযানকে আরও দৃঢ় করছে।