চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলিফ উদ্দিন রোড হাই রোডে আজ (১৪ মার্চ ২০২৫) ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা "শুরু হোক গর্জন, রুখতে হবে ধর্ষণ" স্লোগানকে সামনে রেখে ১৫ কর্মদিবসের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা বলেন, বিচার প্রক্রিয়ার বিলম্বের কারণে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ সমাজে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত বিচার নিশ্চিত করা গেলে অপরাধীদের মধ্যে ভয় সৃষ্টি হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
মানববন্ধনে মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি ভুক্তভোগীদের আইনি সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ সময় আলমডাঙ্গা উপজেলা শাখার মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্প্রতি ধর্ষণের মামলার দ্রুত নিষ্পত্তি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে।