
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। আটককৃত ব্যক্তির নাম মোঃ রনি আলী (৩৫), তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রনি আলীকে গ্রেফতার করা হয়। তিনি আলমডাঙ্গা থানায় দায়েরকৃত ডাকাতি মামলা (নং-০১, তারিখ ০১/০৩/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড)-এর ঘটনায় সরাসরি জড়িত বলে তদন্তে প্রমাণিত হয়েছে।
পুলিশের তথ্যমতে, রনি আলী একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত। এছাড়া, তিনি পাঁচটি হত্যা মামলারও আসামি। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্প্রতি চুয়াডাঙ্গা জেলায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান গ্রহণ করেছে। পুলিশের এমন সফল অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। একইসঙ্গে, এই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।










