চুয়াডাঙ্গার জীবননগরে গণমাধ্যম কর্মিকে ইউএনওর হুমকি, স্থানীয় সাংবাদিক মহলে আতঙ্ক
Spread the love

এইচ এম হাকিমঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনের পিছনে মাদকের আখঁড়া শিরোনামে  চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় সংবাদ  প্রকাশ ঔ সংবাদের জের ধরে   জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সাংবাদিকদের  উপর ক্ষিপ্ত হয়ে জীবননগরের এক স্থানীয় সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি প্রদানের একটি অডিও ক্লিপ সৌশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যা শুনে রিতিমতো জীবননগর সাংবাদিক সমাজে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে,  বুধবার  দুপুরে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিসের সহকারী ব্যুরো প্রধান ও মাই টিভির জীবননগর  প্রতিনিধি মিঠুন মাহমুদকে ফোন করে নিজ দপ্তরে  ডেকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউএনও আল আমিনের বিরুদ্ধে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ  পত্রিকায় সংবাদ প্রকাশের পর জীবননগর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে জীবননগর  আম বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে সেখান থেকে বেশ কয়েকটি ড্রাম উদ্ধার করে। পরবর্তীতে সাংবাদিক মিঠুন মাহমুদকে উপজেলা নির্বাহী অফিসার আল আমিনের রুমে ডেকে নিয়ে তাকে বিভিন্ন অকথ্য ভাষায় কথা বলে এবং তাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে তার অফিস থেকে বাহির করে দিয়েছেন,

এ বিষয়ে লাঞ্চিতের শিকার দৈনিক সময় সমীকরণের জীবননগর অফিসের সহকারী ব্যুরো প্রধান মিঠুন মাহমুদ  বলেন, গত মঙ্গলবার সময়ের  সমীকরণ পত্রিকার প্রথম পেজে জীবননগর আম বাজারে মাদক বিক্রি হচ্ছে এমন একটি  বিষয়ে  নিউজ হয়েছিল সেই নিউজ কে কেন্দ্র করে ইউএনও সাহেব আমাকে ফোন করে ডাকলে আমি ইউএনও সাহেবের  অফিসে যাই।  অফিসে বসা অবস্থায়   এক পর্যায়ে তিনি আমার সাথে খুবই খারাপ আচরণ করেন একপর্যায়ে আমাকে অপমান করে তার অফিস থেকে বের হয়ে যেতে বলেন। আমি বলি এই নিউজটার বিষয় আমি কিছু জানিনা এইটা অফিস থেকে করেছে তারপরও তিনি আমার সাথে বাজে ব্যবহার করেন। একজন পেশাদার সাংবাদিক কে আম বাজারের মাদক এর  সংবাদের বিষয়ে কোন প্রকার সম্পৃক্ততা না থাকলেও কি কারনে তাকে ইউএনওর অফিস কক্ষে ডেকে নিয়ে অপমান অপদস্ত করে হুমকি প্রদান করে অফিস থেকে বাহির করে দিতে পারেন।

একজন উপজেলা নির্বাহী অফিসারের এমন কান্ড দেখে চুয়াডাঙ্গার জীবননগরের পেশাদার সাংবাদিকদের মাঝে বিভিন্ন প্রকারের আতঙ্ক বিরাজ করছে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31