মোঃ রনি রজব : শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২মার্চ)শহরের একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাই সভাপতিত্ব করেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুল আজিজ এবং সঞ্চালনা করেন শহর সেক্রেটারি ইউসুফ আল গালিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। প্রধান অতিথির তিনি শহীদদের স্মরণে ত্যাগ ও কুরবানীর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং সংগঠনের নতুন প্রজন্মের দায়িত্ব ও অর্থনৈতিক বিষয়ের ওপর গুরুত্ব দেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ নুরুল ইসলাম বুলবুল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফেজ গোলাম রাব্বানী। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ছাত্র শিবিরের কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।