বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় আলমডাঙ্গার হাজিমোড়ে অবস্থিত লাইলা কনভেনশন হলে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আয়োজনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে রমজানের গুরুত্ব তুলে ধরা হয়।
সভাপতিত্ব ও অতিথিরা ; বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি জন বিশ্বাসের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পরিবেশক সমিতির সভাপতি শেখ রোকনুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পরিবেশক মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক, পলাশ, রিঙ্কু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, আলমডাঙ্গা উপজেলা শাখার ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ নাজমুল হক শাওন।
এছাড়া, উপস্থিত ছিলেন—বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের খুলনা বিভাগীয় সমন্বয়ক আল-আমিন হোসাইন, আলমডাঙ্গা উপজেলা বিক্রয় প্রতিনিধি জোটের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, এবং অন্যান্য সদস্যদের মধ্যে ইখতেয়ার, লোকমান, রাজন, শিমুল, সালাম প্রমুখ।
ইফতার মাহফিলে মরহুম আরিফুল ইসলাম, নাসির উদ্দিন ও রাহাত-এর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাদের অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।