
মঙ্গলবার বিকেল ৪টার সময় বেলগাছি ইউনিয়ন জামায়াতের অফিস ডামোশ গ্রামে মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআনের দারসের মাধ্যমে মাসিক সভায় সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা। উক্ত সভায় বিগত ফেব্রুয়ারি মাসের রিপোর্ট পেশ, পর্যালোচনা ও পরামর্শ প্রদান করা হয় এবং মার্চ মাসের পরিকল্পনা গ্রহণ ও কর্ম বন্টন করা হয় । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রত্যেক দায়িত্বশীলকে জ্ঞান, তাকওয়া ও আমলের মাধ্যমে নিজেদের মান উন্নয়ন করতে হবে। আকর্ষণীয় কাজের মাধ্যমে দাওয়াত প্রদান করে জনশক্তি বৃদ্ধি করতে হবে। ইসলামী বিপ্লবের জন্য সমাজ ও রাষ্ট্রকে পরিবর্তন করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। উক্ত সভায় উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি শহিদুল হক, সেক্রেটারি মাওলানা শওকত আলী, মসজিদ মিশন মানব সম্পদ ও মানবাধিকার সম্পাদক আহসান হাবীব, অফিস ও কৃষিজীবি সম্পাদক জহিরুল ইসলাম মজনু, যুব প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ওমর ফারুক জনি, ইউনিয়ন শ্রমিক সম্পাদক আশরাফুল আলম। উক্ত বৈঠক পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলগাছি ইউনিয়ন শাখার সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার।










