
মোঃরুবেল মিয়া : টাঙ্গাইল মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের আটিয়ামামুদপুর গ্রামের পরিচালনা কমিটির গণ্যমান্য ব্যক্তি ও স্থানীরা ঐতিহ্যবাহী দ্বীনি আটিয়া মামুদপুর নূরানী হাফিজিয়া মাদ্রাসা’র প্রথম তলায় ছাদের ঢালাইয়ের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১২ই মার্চ সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন আটিয়া মামুদপুর নূরানী হাফিজিয়া মাদ্রাসা’র পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান (লাল মিয়া) এ সময় আরো উপস্থিত ছিলেন আটিয়া মামুদপুর উচ্চ বিদ্যালয়ে সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সমাজ সেবক কোহিনুর ইসলাম,বিএনপির নেতা জয়নাল আবেদীন,হাবিজুর রহমান, আব্দুল আলিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আটিয়া মামুদপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নুরুল ইসলাম অত্র মাদ্রাসা উন্নয়ন’সহ দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য এই ৫ম তলা ফাউন্ডেশন এর মাদ্রাসা কাজ সম্পূর্ণ হতে কয়েক কোটি টাকার প্রয়োজন। তাই সকলের কাছে মাদ্রাসা উন্নয়ন স্বার্থে আর্থিক সহযোগিতা করার অনুরোধ করেন মাদ্রাসা কমিটি। বিকাশ,01718579453 লুৎফর রহমান।
01721055113 কহিনুর ইসলাম










