মোঃ রনি রজব : ধ'র্ষ'কের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে আজ মঙ্গলবার( ১১মার্চ)চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের উদ্যোগ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধনটি শুরু হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.মোঃ মাহফুজ রায়হান।সেখানে আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ সাধারণ শিক্ষার্থীরা। বক্তব্যে ডা.আব্দুস সামাদ বলেন, "ফ্যাসিবাদ মুক্ত বাংলায় স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চায়,এইসব বাংলায় ধর্ষকদের ঠাঁই দেওয়া যাবে না।সকল ধর্ষককে দ্রুত বিচার আইনের আওতায় আনতে হবে। " ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা.মাহফুজ রায়হান বলেন,"আমরা চাই ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হোক। ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভুক্তভোগীরা ন্যায়বিচার পান এবং অপরাধীরা ভয় পায়।"তিনি আরও বলেন,মা"ও বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাসা থেকে বের হওয়ার পর থেকে ফিরে আসা পর্যন্ত তাদের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে প্রশাসনকে। বর্তমানে অপরাধীদের সুষ্টু বিচার হচ্ছে না, যা উদ্বেগজনক।"মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, ধর্ষণের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা সমাজের কি জন্য ভয়াবহ সংকেত। তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার আহ্বান জানান।শেষে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়