
মোঃ রনি রজব : বাংলাদেশ জামায়েত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্কুল, মাদ্রাসা, ও কলেজ শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১মার্চ)বিকাল ৩.৩০ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের অফিস অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়, সেখানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক পৌরসভা মেয়র মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি মোঃ নজরুল ইসলাম বক্তব্যে বলেন, “শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে একটি আমানত। তাই শিক্ষার্থীদের চরিত্র গঠনের জন্য আমাদের আরও দায়িত্বশীল ভাবে কাজ করতে হবে। ক্লাসে ছাত্রদের পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা দেওয়া প্রয়োজন, যাতে তারা সঠিক শিক্ষা গ্রহণ করে এবং সম্মান শেখে।শিক্ষকদের শুধু পড়ালেখা শেখানোর দায়িত্ব নয়,বরং আল্লাহর দ্বীনের কাজ ও করতে হবে। “এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলা নায়েবে আমীর মোঃ গোলাম কবির,মোঃ দুরুল হোদা,উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান, সহকারী সেক্রেটারিঃ এড.গোলাম মোস্তফা, এড.মাসুদ রানা এবং বায়তুলমাল সেক্রেটারি আব্দুল হামিদ প্রমুখ।










