
পবিত্র রমজান উপলক্ষে বিএনপির উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বেলগাছি ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ। সভায় সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওলটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় মানুষের পাশে থেকেছে এবং আগামীতেও থাকবে। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপির প্রতিটি নেতাকর্মীর উচিত দলের আদর্শ অনুসরণ করে জনগণের আস্থা অর্জন করা। আমরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিজয়ী হয়েছি, এখন আমাদের দায়িত্ব হলো গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করা।”
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।










