
মোঃ আল আমিন : জয়পুরহাটে শিল্প কারখানা ও আবাসিক এলাকায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্রসমাজ, শ্রমিকসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান উজ্জ্বল, আবু বক্কর সিদ্দিক, মনজুরে মওলা পলাশ ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি নূর ই আলম। বক্তারা বলেন, জয়পুরহাট থেকে মাত্র ৩৯ কিলোমিটার দূরে বগুড়ার মোকামতলায় গ্যাসের পাইপলাইন থাকলেও জয়পুরহাটবাসী দীর্ঘদিন ধরে এই সুবিধা থেকে বঞ্চিত। শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে অবিলম্বে জয়পুরহাটে গ্যাস সংযোগ চালুর দাবি জানান তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংযোগ চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।










