মোঃ হানিফ বিন রফিক : আজ ০৯ মার্চ রোজ রবিবার বেসরকারি বিশ্ববিদ্যাল ইউআইটিএসের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।দুপুর ১২ টার দিকে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্সেস ইউআইটিএস চত্বর থেকে শুরু করে নতুনবাজার এলাকায় কুড়িল-বাড্ডা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভের পর ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ফিরে যান শিক্ষার্থীরা। এতে ইউআইটিএস, ডিআইইউসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি মানববন্ধনে অংশ নেন প্রায় তিন শতাধিক মানুষ। শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিশেষ করে নারী নিপীড়ন, ধর্ষণ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। মাগুরায় ৮ বছরের শিশুর ওপর পৈশাচিক বর্বরতা চালানো হয়েছে। সারাদেশে এ নিয়ে তোলপাড় হলেও ধর্ষককে গ্রেফতার দেখাতেই দুইদিন সময়ে নিয়েছে পুলিশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মানবন্ধনে নারী শিক্ষার্থী বলেন, “আমরা দেখেছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা দেখা যাচ্ছে কিন্তু প্রশাসন এখনো কেন চোখ আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই যেন এই ধর্ষণকারীদের আইনের আওত নিয়ে আসা হয়।