তৌহিদ : মাগুরার বহুল আলোচিত ধর্ষিতা ৮ বছরের শিশু আছিয়ার মা দুইদিন পর মাগুরাতে এসে ধর্ষকদের বিরুদ্ধে মামলা করলেন। শনিবার ৮ মার্চ দুপুরে নির্যাতিতার মা মাগুরা সদর থানায় উপস্থিত হয়ে এই মামলা করেন। সদর থানার ওসি আইয়ুব আলী জানান,ধর্ষিতার মায়ের করা মামলাটি আমরা আমলে নিয়ে এরই মধ্যে অভিযুক্ত ৪ জন আসামিকেই গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। মামলায় উল্লেখিত আসামিরা হলো- ধর্ষিতার বোনের শশুর হিটু শেখ,স্বামী সজীব শেখ,দেবর রাসুল শেখ ও শাশুড়ি জায়েদা খাতুন।মামলা নম্বর -১৪। উল্লেখ্য ধর্ষিতা আছিয়া বোনের বাড়ি বেড়াতে এসে বৃহস্পতিবার ৬ মার্চ ধর্ষিত হয়ে প্রথমে মাগুরা সদর হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ ঢাকার সিএমএইস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে। ইতিমধ্যে শিশুটির মায়ের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সরাসরি কথা বলেছেন এবং শিশু আছিয়ার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিজে গ্রহন করেছেন।