
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১০ নম্বর জামজামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ মার্চ) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। তারা চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে দ্রুত পদত্যাগের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বেচ্ছাচারীভাবে পরিষদ পরিচালনা করছেন এবং বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে, ৭ মার্চ (শুক্রবার) বিকেল ৫টার দিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা লাগিয়ে দেন। তারই ধারাবাহিকতায় রবিবার মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মানববন্ধন থেকে জানানো হয়, দাবির পরিপ্রেক্ষিতে ব্যবস্থা না নিলে আগামীকাল সোমবার (১০ মার্চ) বেলা ২টায় আবারও কর্মসূচি পালন করা হবে।










