আমান উদ্দিন : ৮ মার্চ শনিবার বিকেল ৫টার সময় আল আমিন সোসাইটি হাফিজিয়া মাদ্রাসার হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা যুব বিভাগের সভাপতি চুয়াডাঙ্গা জেলার ছাত্রশিবিরের সাবেক সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে যুব দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ টিপু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ বিভাগের সদস্য ও জেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন। তিনি বলেন একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য যুবকদের ইতিবাচক ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং যুব বিভাগের মাধ্যমে যুব সমাজের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে হবে। এছাড়া বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য দারুস সালাম, আলমডাঙ্গা পৌর শাখার আমীর মাহের আলী, আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারী মামুন রেজা, সহকারী সেক্রেটারী বিলাল হুসাইন। প্রোগ্রাম পরিচালনা করেন আলমডাঙ্গা পৌর যুব বিভাগের সভাপতি সাইফুল্লাহ। আলমডাঙ্গা পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আলী, ডাউকি ইউনিয়ন আমীর সজিবুর রহমান, উপজেলা প্রচার বিভাগ ও বেলগাছি ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন , শাহিন সাঈদ, নাজমুস সালেহীনসহ সকল ইউনিয়নের ও পৌর শাখার সকল ওয়ার্ডের যুব বিভাগের সভাপতি, সেক্রেটারী বৃন্দ উপস্থিত ছিলেন।