
এইচ এম এরশাদ : ১৪ কেজি মাদক ও ৯,০০০টি নিষিদ্ধ ট্যাবলেটসহ ৫ জন গ্রেপ্তার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সাধারণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ সম্প্রতি মাদক চক্রের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করেছে। দেশজুড়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে তাদের ধারাবাহিক অভিযান ও কড়া নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে এবং আইনগত অনুমতি নেওয়ার পর নিরাপত্তা বাহিনী একদল মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃতদের মধ্যে দু’জন কুয়েতি নাগরিক, দু’জন রাষ্ট্রহীন (বেদুঈন) এবং একজন সিরিয়ার নাগরিক রয়েছেন। অভিযানে তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে:
৮.৫ কেজি হাশিশ
৫ কেজি (মেথামফেটামিন)
০.৫ কেজি লিরিকা পাউডার
৫০ গ্রাম কেমিক্যাল ড্রাগ
৩০ গ্রাম মারিজুয়ানা
৭,০০০ ক্যাপসুল লিরিকা
২,০০০ অন্যান্য নিষিদ্ধ ট্যাবলেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষায় মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো ধরনের মাদক ব্যবসার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
সূত্র কুয়েত নিউজ (কুনা)










