
মোঃ জাহিদ হোসেন : বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে দুই মাসের অভয়াশ্রমে সকল প্রকার মাছ ধরা নিষেধ করা হয়েছে। সরকারের এ আইন অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের মাছের আড়তে প্রকাশ্য মাছ ক্রয় বিক্রয় করে আসছে। শনিবার বেলা ১১ টার সময় হিজলা নৌ-পুলিশ ইনচার্জ ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে একটি টিম মেঘনা নদীতে ডিউটিরত ছিলেন। তখন গোপন সংবাদে জানতে পরেন উপজেলার ধুলখোলা ইউনিয়নে মেঘনা নদীর পাড়ে কয়েকটি ঘাটে প্রকাশ্যে মাছ কেনাবেচা চলছে।তখন সেখানে অভিযান করে মাছের আড়ৎ গুলোকে গুড়িয়ে দেয়। হিজলা নৌ-ফাড়ির ইনচার্জ জানান সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে আমির সরদারের আড়ৎ এ মাছ ক্রয় বিক্রয় করে। আমাদের উপস্তিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়। তখন আড়ৎ গুড়িয়ে দেওয়া হয়।
ভিউ: ৩২৩










