
সাকিব আহসান : এবারের প্রতিপাদ্য ছিল নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন নিশ্চিত করা। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন,গুডনেইবারস বাংলাদেশ,ইএসডিও থ্রাইভ এর যৌথ সহযোগিতায় এই দিবস পালিত হয়। পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এন, এম, ইশফাকুল কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজান আলী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মুন্নি বেগম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব রক্ষক আশরাফ আলী, মহিলা সমিতির সভানেত্রী ফেরদৌসী বেগম, ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প কর্মকর্তা আমিনুল ইসলাম, ইএসডিওর প্রজেক্ট কর্মকর্তা ওয়ালিউর রহমান প্রমুখ। পরে বেসরকারি সংস্থা গুডনেইবারসের ব্যানারে নারীদের অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়নে গণস্বাক্ষর প্রদান ও কমিউনিটি নারী নেতৃত্বে বিশেষ অবদানের জন্য সাহসিকা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।










