
মোঃ জাহিদ হোসেন : বরিশালের হিজলা উপজেলায় অবৈধ বালু উত্তোলন কালে হিজলা থানা পুলিশ অভিযানে চালিয়ে ড্রেজার সহ ২ জনকে আটক করে। শুক্রবার গভীর রাতে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা ও মুলাদী উপজেলার সিমান্তর্বতি নয়াভাঙ্গলী নদীতে বালু উত্তোলন কালে হিজলা থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। জানাযায় একটি চক্র দুই উপজেলার সীমান্তবর্তি হওয়ায় রাতে আধারে নদীতে চুরি করে বালু উত্থোলন করে বিভিন্ন এলাকায় বিক্রি করছে । হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান বেশ কয়েকদিন যাবৎ স্থানীয় লোকজন অভিযোগ করে আসছে, তারা ড্রেজারের শব্দে রাতে ঘুমাতে পারছে না। গত দুইদিনের চেষ্ঠায় গতকাল রাত অনুমানিক ৪ টার সময় ড্রেজার সহ ২ জন ব্যাক্তিকে আটক করা হয়েছে। আটক ড্রেজার চালক দুইজন ও ড্রেজার মালিক সহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।










