
মোঃ নুরুজ্জামান খোকন : পিরোজপুরের কাউখালী উপজেলায় মানবাধিকার সংস্থা “নাগরিক উদ্যোগ” এর আয়োজনে (আর,জে, এম,এফ)সদস্যদের উপস্থিতিতে র্যালি ও আলোচনার মধ্য দিয়ে উক্ত দিবস পালন করা হয়। অদ্য ৮ই মার্চ(শনিবার) ২০২৫ খ্রিস্টাব্দ,সকাল ১০ ঘটিকার সময় উপজেলা চত্বরে,মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগ(আর জে এম এফ)এর সদস্যবৃন্দের উপস্থিতিতে একটি র্যালি ও মানববন্ধন পরবর্তীতে (ডিআরডিবি) অফিস হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। “অধিকার,সমতা,ক্ষমতায়ন,নারী কন্যার উন্নয়ন”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে,২নং আমরাজুড়ী ইউনিয়নের ইউপি সদস্যা আকলিমা বেগম এর সভাপতিত্বে, প্রধান অতীথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং সদর ইউপি চেয়ারম্যান মোঃ মুস্তাফিজুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারভীন আক্তার গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী। এছাড়াও সাংবাদিক তরিকুল ইসলাম পান্নু ও মেহেদী হাসান নয়ন,মহিলা পরিষদের মাহফুজা আক্তার মিলি, জাহানারা বেগম এবং নাগরিক উদ্যোগের একাউন্টেন্ট এন্ড এডমিন অফিসার মোঃ কামরুল হাসান সহ মাঠকর্মী সুমা আক্তার,জীবনকৃষ্ণ দাস,হোসনেয়ারা খাতুন উপস্থিত ছিলেন। নাগরিক উদ্যোগ হলো, কমিউনিটি ভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতা ভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্প। আলোচনায় বলেন উক্ত দিবসটি শ্রম আন্দোলন থেকে শুরু হয় নারী দিবস, অতঃপর জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। ১৯০৮ সালে১৫ হাজার নারী কর্ম ঘন্টা কমানো,মজুরি বাড়ানো ও ভোট দেয়ার দাবিতে নিউইয়ার্ক শহরে বিক্ষোভ করার ১০ বছর পরে,আমেরিকার সোশ্যালিস্ট পার্টি জাতীয় নারী দিবস ঘোষণা করেন।১৯১০ সালে আন্তর্জাতিক সম্মেলনে ১৭ টি দেশের ১০০ জন নারী সকলেই সমর্থন দেন অতঃপর ১৯১১ সালে অস্ট্রেলিয়া, ডেনমার্ক, জার্মানি ও সুইজারল্যান্ডে নারী দিবস পালিত হয়। বক্তব্যে আরও বলেন উপজেলার সকল নারী পুরুষ একে অপরের সহযোগী এবং অধিকার সমতা বাস্তবায়নে সকলের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার আশ্বাস প্রদান করেন।










