চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
শনিবার (৮ মার্চ ২০২৫) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এতে সহায়তা করেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান (রানা) এবং থানার পুলিশ সদস্যরা। 
অভিযানকালে তরমুজের দোকান, ফলের দোকান, গার্মেন্টসের দোকান ও শিশু খাদ্যের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ কারণে শিশু খাদ্যের দোকান পান্না ট্রেডিংকে ১০,০০০ টাকা এবং বিল্লাল ক্লথ স্টোরের মালিক নুরুন্নবী হীরককে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
রমজান মাস উপলক্ষে বিশেষ এই অভিযান পরিচালিত হয়। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।