মোঃ হানিফ বিন রফিক : রমজান মাস মুসলিম সম্প্রদায়ের বেশি বেশি ইবাদত করার মাস। এই মাসে রোজা রাখা, আত্মশুদ্ধি ও দান খয়রাত করার প্রবণতা বাড়ে। এই বিশেষ মাসে, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ প্রতিপাদ্য সামনে রেখে তাদের সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির এবং নৈতিক উন্নতির একটি সময়। এই পবিত্র মাসে শুধুমাত্র আত্মা ও রূহের পরিচ্ছন্নতার দিকে নজর দিচ্ছে বিডি ক্লিনের তারুণ্যরা। বরং আমাদের চারপাশের পরিবেশকে ও পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হচ্ছে। বিডি ক্লিনের উদ্যোগে, পরিচ্ছন্নতার বার্তা সারা দেশে ছড়িয়ে পড়ছে। এইভাবে, রমজান মাসে বিডি ক্লিনের উদ্যোগ পরিচ্ছন্নতার জন্য একটি নতুন চেতনা তৈরি করছে, যা আমাদের সমাজের প্রতি সামাজিক দায়িত্ববোধ এবং সচেতনতা বৃদ্ধি করছে। এই পবিত্র মাসে নিজেদের এবং আমাদের আশেপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য একত্রিত হয়ে এবং এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে বিডি ক্লিন এর তরুণেরা। প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় ০৭-৩-২০২৫, রোজ শুক্রবার বিডি ক্লিন-ঢাকা (উত্তর) এর ১৫ নং জোন-এর সাপ্তাহিক পরিচ্ছন্নতা ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়। আজ বিডি ক্লিন তারুণ্যরা পরিচ্ছন্ন করেছে বারিধারা সাউথ পয়েন্ট স্কুল ও এর আশপাশ। আজকের ইভেন্ট পরিচালনা করেছে বিডি ক্লিন ঢাকা উত্তর আওতাধীন ১৫ নং জোনের জোনাল সমন্বয়ক মোঃ আব্দুর রহমান হুজাইফি। আরো উপস্থিত ছিলেন সহ সমন্বয়ক মোঃ হাসিব হাওলাদার, আইটি ও মিডিয়া সমন্বয়ক মোঃ হানিফ বিন রফিক,রেদোয়ান ইসলাম, রোহান,ওয়েলকাম মনিটর কানিজ ফাতেমা, লজিস্টিক দায়িত্বশীল মেহেদী হাসান, সহ আরো অনেকে। পরিচ্ছন্নতার যুদ্ধে সকলকে সম্পৃক্ত করার প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে এই অদম্য তরুণেরা, সেই সঙ্গে নিজেকে তৈরি করছে তারুণ্যের একজন সাহসী যোদ্ধা হিসেবে। পথের পাশে একটুকরো ময়লা থেকে রাষ্ট্র কাঠামো সংস্কারে তরুণদের ভূমিকা জানান দিচ্ছে আজকের এই তরুণেরা।
জোনাল আইটি ও মিডিয়া সমন্বয়ক হানিফ বলেন, ‘“সারা বছরই আমাদের কার্যক্রম থাকে তবে রমজান মাসে বিভিন্ন দোকানের সামনে ময়লা ফেলে দূষণের সৃষ্টি করে। ফলে রোজাদারদের কষ্ট হচ্ছে। বিষয়টিকে মাথায় রেখে আমাদের আজকের কার্যক্রম। আজ আমরা সাউথ পন স্কুল ও তার আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করছি এবং রমজান মাসজুড়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’ বিডি ক্লিন ১৫ নং জোনের সহ সমন্বয়ক হাসিব বলেন, ‘রমজানে আমাদের স্বেচ্ছাসেবকরা বিশেষভাবে সক্রিয় রয়েছেন। আমরা বিশ্বাস করি, এই পবিত্র মাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মানবসেবার কাজ আমাদের দ্বিগুণ গুরুত্ব বহন করে।’ রমজানের সময় বিডি ক্লিনের এ কর্মকাণ্ড সমাজে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মানবিক মূল্যবোধকেও উন্নত করছে।