
এমরান হোসেন সোহাগ : চাটখিল উপজেলার ১নং শাহাপুর ইউনিয়নের ১নং পুরুষত্তমপুর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন শাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ নুর কবির পাটোয়ারী, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ জামাল, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলম বাবলু, যুবদলের আহ্বায়ক ফজলে আজম আরজু, ০২ নং ওয়ার্ড মেম্বার আনিস আহমেদ, ০৩ নং ওয়ার্ড মেম্বার মাকসুদ খন্দকার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মোঃ ওমর ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোরশেদ আলম, জেলা ছাত্রদল নেতা ইকবাল হাসান মাহমুদ, উপজেলা যুবদল নেতা দিদার পাটোয়ারী, যুবদল নেতা মোঃ রুবেল হোসেন, যুবদল নেতা মেহেদী জামান, সাবেক ছাত্রদল সভাপতি আজিম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতাকর্মীরা বক্তব্য প্রদানকালে বলেন, অতীতে স্বৈরাচার সরকারের সময় এমন শান্তিপূর্ণভাবে ইফতার মাহফিল আয়োজন করা সম্ভব ছিল না। বিভিন্ন বাধা ও মামলার শিকার হতে হয়েছে। বর্তমানে দলীয় কর্মসূচি পালনে স্বাধীনতা ফিরে পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তারা। উক্ত ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেতা মোঃ নুর নবী, মহসিন খোকন, মোঃ ইব্রাহিম, জাহিদ চৌধুরী, যুবদল নেতা মোঃ শহিদ উল্যা, আব্দুল কাইয়্যুম, তারেক দেওয়ান, ছাত্রদল নেতা জিয়াউল হক জাবেদ, মোঃ আরাফাত রহমান ইমন, নাজমুল হাসান চৌধুরী, নুর আলম নিশান, পিয়াস হোসেন জিহাদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।