
মিন্টু : মাগুরা মেডিকেল কলেজ অন্যত্র সরিয়ে নেয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন করেন মাগুরা জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ । জেলা সদর হাসপাতাল কেন্দ্রিক মেডিকেল কলেজ অবস্থিত এই মেডিকেল কলেজ অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। তারই প্রতিবাদে মাগুরা জেলা গণঅধিকার পরিষদের ব্যানারে বৃহস্পতিবার ৬ মার্চ বিকাল ৩:৩০ মিনিটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সময় মাগুরা জেলা গণঅধিকার পরিষদ এর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দেন মাগুরা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ ওবায়দুল্লাহ বিন হাফিজার ও মোহাম্মদ বরকত উল্লাহ মাগুরা জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন মাগুরা মেডিকেল কলেজ অন্যত্র সরিয়ে নেওয়ার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আরো বলা হয় বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টার নিকটস্থ ব্যক্তি মাগুরা মেডিকেল কলেজকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছেন তারই পরিপ্রেক্ষিতে মাগুরা জেলা গণঅধিকার পরিষদ মাগুরা জেলা ডিসি মহোদয়ের কাছে স্মারক লিপি দেওয়া হবে। স্মারক লিপি বরাবর বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টার নিকট প্রেরণ করা হবে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করা হবে এই প্রতিবাদে মাগুরার সকল জনগণকে একত্রিত হয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা মোটেও ভালো না হওয়ায় মাগুরার জনগণের খুব ভোগান্তি হয় ভালো চিকিৎসা সেবা নিতে হলে অন্য জায়গায় যেতে হয়। তাই মাগুরা মেডিকেল কলেজটি মাগুরার সকল মানুষের জন্য অনেক জরুরী একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভবিষ্যতে মাগুরায় চিকিৎসা ব্যবস্থা ভালো হবে বলে সবাই আশাবাদী তাই কোন ষড়যন্ত্রকে মাগুরার জনগণ মেনে নিবে না।










