তৌহিদ : মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে ধর্ষনের শিকার হলো সাত বছরের এক শিশু।তবে ধর্ষক দুলাভাইয়ের পিতা বলে জানা গিয়েছে। শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্বজনরা শিশুটির অবস্হা খুবই খারাপ বলে জানিয়েছে। এই ঘটনা নিয়ে সারা শহর জুড়ে সাধারণ জনগনের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে শহর জুড়ে ধর্ষকের বিচার চেয়ে মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ মিরাজুল ইসলাম মিরাজ বলেন,৫ আগষ্টের পর থেকে একদল সন্ত্রাসী বিভিন্ন ভাবে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে এর অন্যতম কারন হলো বিগত সরকার আমলের ফ্যাসিষ্টদের আইনের আওতায় না আনা। আমরা কোন ভাবেই মাগুরাকে অশান্ত হতে দিবো না তাই প্রশাসনকে জানিয়ে দিতে চাই আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকে গ্রেফতার করে বিচারের আওতাশ আনতে হবে তা না হলে আমরা থানা ঘেরাও করতে বাধ্য হবো।