৬ মার্চ ২০২৫: বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছে। দলটির নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, "সৎ ও দক্ষ নেতৃত্বের অভাবে বাংলাদেশ বারবার পথ হারাচ্ছে, অথচ জামায়াতে ইসলামীর নেতৃত্ব সততা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।"
বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর ইস্কাটনের ঢাকা লেডিস ক্লাবে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে অর্জিত স্বাধীনতা হুমকির মুখে পড়তে যাচ্ছে। এসময় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি বলেন, "সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। এতে আরও বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক আবুল আসাদ, নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন বাবর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে সাত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন এবং জামায়াত নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।