
মাহিম সিদ্দিকী : মাগুরা শহরের বরুনাতৈল-এ অগ্রগামী সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বরুনাতৈল গোরস্থান পাড়া জামে মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬ মার্চ উক্ত এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। এই ইফতার মাহফিলে অংশ নেয়া বক্তারা রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অগ্রগামী সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ইফতার মাহফিল ছিল তারই ধারাবাহিক অংশ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা সমাজের কল্যাণে এমন আয়োজন চালিয়ে যাবেন। ইফতারের আগে বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
ভিউ: ১৭৯










