
মাসুদ চৌধুরী সাঈদ : পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে। ৬ মার্চ বৃহস্পতিবার জেলার শিবালয় উপজেলার আরিচা ফল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ আহমেদ। এসময় খেজুর ও তরমুজের অতিরিক্ত মূল্য রাখা, মূল্যতালিকা না থাকা, খাদ্যদ্রব্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষনসহ বিভিন্ন আপরাধে ০৯ জনকে ৪৫০০০/- জরিমানা করা হয়। অপরাধীরা ১। মোঃ রাজিব শেখ (৩২), পিতা – আনোয়ার শেখ, ২। আনন্দ চন্দ্র সরকার (৫৫), পিতা – অনিল চন্দ্র সরকার, ৩। মোঃ রফিক (৪৮), পিতা – মোঃ শুকুর আলী, ৪। মোঃ আফজাল হোসেন (৪০), পিতা – আবুল হোসেন, ৫। মোঃ জালাল (৪২), পিতা- মঙ্গল মল্লিক, ৬। মোঃ রতন শেখ (৫২), পিতা – প্রিয়নাথ শেখ, ৭। আঃ রাজ্জাক (৩৮), পিতা – মোঃ খতিব উদ্দিন, ৮। মোঃ হাসান শিকদার (৩০), পিতা – মোঃ হোসেন শিকদার, ৯। স্বপন (৫৫), পিতা – প্রিয়নাথ। এস এম ফয়েজ আহমেদ জানান, পুরো রমজান মাস জুড়ে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।










