এইচ এম এরশাদ : সুদানের সংকটাপন্ন জনগণের সহায়তায় কুয়েত আরও এক ধাপ এগিয়ে গেল। “কুয়েত আপনার পাশে আছে” মানবিক প্রচারাভিযানের অংশ হিসেবে ৪০ টন খাদ্য সামগ্রী ও তাঁবু বহনকারী একটি কুয়েতি ত্রাণ বিমান আজ বৃহস্পতিবার সকালে সুদানের বন্দর সুদান বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পরিচালিত এই ত্রাণ কার্যক্রম কুয়েতের মানবিক অঙ্গীকারের প্রতিফলন। সংগঠনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, রাষ্ট্রদূত খালেদ আল-মুগামিস, কুয়েত নিউজ এজেন্সি (KUNA)-কে জানান, কুয়েতের আমির মহামহিম শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ-এর নির্দেশে এই সহায়তা পাঠানো হয়েছে। ভ্রাতৃপ্রতিম সুদানের জনগণের প্রতি কুয়েতের সহমর্মিতা ও সমর্থনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, কুয়েত সুদানের বাস্তুচ্যুত মানুষদের জন্য ধারাবাহিকভাবে সহায়তা প্রদান করছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমান ফ্লাইটের মাধ্যমে প্রেরিত খাদ্য সামগ্রী ও তাঁবুগুলো সুদানের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রা স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে. মানবতার সেবায় কুয়েত সুদানে চলমান সংকট ও মানবিক চাহিদার প্রেক্ষাপটে কুয়েতের এই উদ্যোগ বিশ্ববাসীর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। “কুয়েত আপনার পাশে আছে” প্রচারণার মাধ্যমে দেশটি প্রমাণ করছে যে দুর্যোগকবলিত মানুষদের প্রতি তাদের অবিচল সহানুভূতি ও সহায়তা অব্যাহত থাকবে।