শীতের বিদায় ঘণ্টা বাজতেই কালিহাতীর প্রকৃতিতে লেগেছে বসন্তের পরশ
Spread the love

শুভ্র মজুমদার : কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধিঃ শীতের বিদায় ঘণ্টা বাজতেই টাঙ্গাইলের কালিহাতীর প্রকৃতিতে লেগেছে বসন্তের পরশ। শিমুল-পলাশের রঙে রাঙা প্রকৃতি, কোকিলের সুরেলা ডাক আর হালকা দখিনা বাতাসে নবজীবনের বার্তা। এই বদলে যাওয়া আবহে শুধু গাছপালাই নয়, মানুষের মনেও ছড়িয়েছে উৎসবের আমেজ।কালিহাতীর মাঠ-ঘাট, বন-বাগান জুড়ে এখন বাহারি ফুলের সমারোহ। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, জারুলের গাঢ় রঙে প্রকৃতি সেজেছে নতুন রূপে। সর্ষে ফুলের হলুদ গালিচা, আমের মুকুলের ঘ্রাণ আর কোকিলের গান জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। বসন্ত মানেই রঙের উৎসব, ভালোবাসার আবেশ আর প্রাণের স্পন্দন। কালিহাতীর তরুণ-তরুণীরা পহেলা ফাল্গুনকে বরণ করতে সেজেছে হলুদ-কমলার ছোঁয়ায়। স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মাঝে সাজসজ্জার প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বসন্ত উৎসব উপলক্ষে বিভিন্ন সংগঠন আয়োজন করেছে বসন্তবরণ অনুষ্ঠান, যেখানে নৃত্য, গান, আবৃত্তি আর বাঙালির ঐতিহ্যের ছোঁয়া থাকবে। শহরের তুলনায় গ্রামগুলোতে বসন্তের আমেজ আরও গভীর। কৃষকের মাঠে ফসলের সোনালি আভা, পাখিদের কিচিরমিচির, শিশুদের ঘুড়ি ওড়ানোর ধুম—সব মিলিয়ে এক অন্য রকম প্রাণের স্পন্দন। কালিহাতীর বিভিন্ন হাটবাজারে বসন্তের ছোঁয়ায় বেড়েছে কেনাকাটা, বাহারি ফুল ও ফাল্গুনী পোশাক বিক্রেতাদের ব্যস্ততাও চোখে পড়ার মতো। বসন্ত শুধু প্রকৃতির রঙবদল নয়, এটি মনেরও নবজাগরণ। ব্যস্ত জীবনে ক্ষণিকের জন্য হলেও বসন্তের রঙে রঙিন হওয়া, ফুলের সৌন্দর্য উপভোগ করা, সংস্কৃতির সাথে নিজেকে জড়িয়ে নেওয়াই প্রকৃত আনন্দ। কালিহাতীর মানুষের মনে এখন একটাই কথা— “বসন্ত এসেছে, প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠো।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31