মোঃ আল আমিন : পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্স। বুধবার (৫ মার্চ) বিকেলে শহরের নতুনহাট বাজার ও সদর উপজেলার পুরানাপৈল বাজারে এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, কিছু ব্যবসায়ী যথাযথভাবে পণ্যের মূল্যতালিকা সংরক্ষণ করেননি এবং খাদ্যসামগ্রীর গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করেননি। এ কারণে তিন ব্যবসায়ীকে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার বলেন, "নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী যেন মানুষের ক্রয়সীমার মধ্যে থাকে, সে জন্য সরকার প্রতিটি জেলায় বাজার মনিটরিং টাস্কফোর্স গঠন করেছে।" জেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।