
মোঃ নুরুজ্জামান খোকন; পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় ৩নং সদর ইউনিয়নের উত্তর বাজারে ও ২নং আমরাজুড়ী ইউনিয়নের ফেরিঘাটের দুইটি মুড়ির মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
গত ৪ঠা মার্চ(মঙ্গলবার) ২০২৫ তারিখ,বিকেলে খাবার মুড়িতে নিষিদ্ধ শিল্পগ্রেডের লবণ ব্যবহার করার অপরাধে খই-মুড়ি প্রোডাক্টস এবং হাসান অ্যান্ড রাব্বি এন্টারপ্রাইজ নামীয় দুইটি মুড়ির মিলে বিএসটিআই আইন,২০১৮ এর ৩১ধারা মোতাবেক দুটি মিলের মালিককে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন, কাউখালী উপজেলা কমিশনার(ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ও বিএসটিআই এর পরিদর্শক ইয়াছির আরাফাত হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন,ভূমি পেস্কার মোঃ জাহিদুল ইসলাম সহ কাউখালী থানা পুলিশের একটি টিম। উক্ত পরিচালিত এ মোবাইল কোর্টে মুড়ি প্রস্তুত করার সময় সাধারণ খাবার লবণের পরিবর্তে শিল্প কারখানার ব্যবহার উপযোগী শিল্প গ্রেডের লবণ ব্যবহার করতে দেখা যায়। দুইটি মুড়ির মিল থেকে জব্দকৃত শিল্পগ্রেডের লবণ তাৎক্ষণিকভাবে নষ্ট করা হয়। পরবর্তীতে ভূমি কমিশনার সুদীপ্ত দেবনাথ বলেন,এখন সিয়াম মাসে মুসল্লিরা রোজা শেষে ইফতারে মুড়ি খেয়ে থাকেন,এ সকল নিম্নমানের লবণের সংমিশ্রণে শরীরের অনেক ক্ষতি করে থাকে। তিনি আরো বলেন, জনকল্যাণে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা আমাদের চলমান থাকবে।










